সময়ের সাথে সাথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।চারদিকে উন্নয়নের ছোঁয়া।তবে এই যে উন্নয়ন তা সত্যিকার অর্থে কতটুকু অন্যের সামনে তুলে ধরার মতো?আমাদের নিজের বলতে কী আছে যা নিয়ে আমরা গর্ব করতে পারি?আজকে আমি আপনাদেরকে এমন কিছু বিষয় সম্পর্কে অবহিত করবো যা সচরাচর কেউ করে থাকে না।কারো কাছে হয়ত কথা গুলো কটু শোনাবে আর কেউ কেউ নানা অজুহাতের পাহাড় দাড় করাবে।
আমরা জীবনের নানা পর্যায়ে নানা ধরণের স্বপ্ন দেখে থাকি।কিন্তু আমি যদি বলি আমরা আসলে স্বপ্ন দেখতে পারি না তাহলে কি কেউ বিশ্বাস করবেন?প্রথমে একটু বলে নিই যে আমি কোন স্বপ্ন নিয়ে কথা বলছি।আমি ওই স্বপ্নের কথা বলছি না যা আমরা ঘুমিয়ে থেকে দেখি।আমি ওই স্বপ্নের কথা বলছি যা আমাদের ঘুমাতে দেয়না।ওই স্বপ্ন যে স্বপ্ন আমাদের জীবনকে এক নতুন অর্থ দেয়।আচ্ছা আমি যদি বলি যে আমাদের স্বপ্নগুলোই আসলে ছোট তাহলে কি বিশ্বাস করবেন?
আমরা স্বপ্ন দেখি যে আমাদের একটা বড় বাড়ি হবে,বড় গাড়ি হবে কিন্তু আমরা কেউ এই স্বপ্ন দেখি না যে আমি বড় হয়ে গাড়ি ডিজাইন করবো।আমি বড় হয়ে এমন এক ইঞ্জিন বানাবো যা পরিবেশের জন্য ক্ষতিকর হবে না।আমরা স্বপ্ন দেখি যে আমি বড় হয়ে ব্যবসা করবো।কিন্তু আমরা কেউ এই স্বপ্ন দেখি না যে আমি বড় হয়ে এমন কোনো ব্যবসা করবো যা সমগ্র দেশবাসীর জীবন বদলে দিবে।আমরা স্বপ্ন দেখি আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবো আর টাকা কামাবো।আসলে ছোটবেলা থেকেই আমাদের যে স্বপ্ন দেখানো হয় সেই স্বপ্ন আপাতদৃষ্টিতে অনেক বড় মনে হলেও বর্তমান পৃথিবীতে এসব স্বপ্নের মুল্য নেই বললেই চলে।আমাদের স্বপ্ন দেখানো হয় অন্যের নিচে কাজ করার।আমাদের স্বপ্ন দেখানো হয় ইউরোপের চাকর হওয়ার।
আমাদের স্বপ্ন যেমন ছোট আমাদের চিন্তাচেতনাও ততটাই ছোট।বিদেশ থেকে আমদানি করতে আমাদের লজ্জাবোধ হয়না।বিদেশের তৈরি প্রযুক্তি ব্যবহার করতেও আমাদের লজ্জাবোধ হয়না।আমাদের ছেলেরা পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হয় তারপর হয় এম.বি.এ করে নয়তো বি.সি.এস দেয়।দেশে বছরের পর বছর লাখ লাখ ইঞ্জিনিয়ার তৈরি হয় কিন্তু আমাদের স্থাপনা বিদেশিরা এসে বানিয়ে দিয়ে যায়।এসব আমাদের ইগোতে লাগে না।লাগবেই বা কি করে আমরা তো বেহায়া।
আমাদের দেশে ইনোভেশন শব্দটা শুধুমাত্র একটা শব্দই থেকে গেছে।আমাদের যুবকরা শুধু বোঝে কীভাবে মিম বানাতে হয়।কীভাবে অযৌক্তিক বিষয় ভাইরাল করতে হয়।ইনোভেশন কেন হয় না এই প্রশ্নের জবাবে অনেকে বলতে শুরু করবে যে আমাদের দেশ একটা দরিদ্র দেশ।আচ্ছা তাহলে এ দেশে বড়লোক কেউ নেই?লাখ লাখ টাকা খরচ করে যারা বিদেশে পাড়ি জমাতে পারে তারা কি কোনো নতুন কিছু আবিস্কারের কথা ভাবতেও পারে না?অনেকে তো আবার শিক্ষা নিয়ে টানাটানি শুরু করে দিবে যে আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো না।এই আধুনিক সময়ে যখন শত শত বিশ্ববিদ্যালয়ের লেকচার ফ্রিতে দেখা যায় সেখানে কি শিক্ষা ব্যবস্থা এতটা বড় প্রতিবন্ধক?আচ্ছা অনেকেই তো বিদেশে যায় পড়ালেখা করতে তারাও কি শিক্ষাব্যবস্থার অজুহাত দিবে?
আমরা যাদের নিজের আইডল মনে করি তারা কি আসলেই আইডল হওয়ার যোগ্য?সোশাল মিডিয়ায় আজ সেলিব্রিটির অভাব নাই।আর তাদের দেখে আমরা নির্দ্বিধায় তাদের মতো হতেও চাই।কিন্তু তারা সমাজে কতটুকু ইতিবাচক ভূমিকা রাখছে?অনলাইনে আজ গুরুর অভাব নাই তবে তারা ব্যক্তিজীবনে কী অর্জন করে ফেলেছে?২০-৩০টা সূত্র মুখস্থ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার নাম সাফল্য নয়।মাসে লাখ টাকা কামানোর নাম স্বপ্ন নয়।
অনেকে বড় বড় স্বপ্ন দেখলেও তা বাস্তবায়ন করতে ভয় পায়।ভয় পায় কারণ স্বপ্নের পিছনে ছুটলে হয়ত পেটে অন্ন জুটবে না।তবে যখন তাদের মাঝের এই ভয়টা কেটে যায় তখন তারা মেতে থাকে রাতারাতি বড়লোক হওয়ার নেশায়।
বর্তমানে আমরা যেই স্মার্টফোন দিয়ে এই লেখাটা পড়ছি সেই স্মার্টফোন কী আজ থেকে ৪০-৫০ বছর আগে ছিল?যদি ৪০-৫০ বছর আগে কেউ এরকম কিছু বানানোর কথা সবাইকে বলতো তাহলে সবাই কী মেনে নিত নাকি হাসাহাসি করতো?২০-৩০ বছর আগের যে স্বপ্নগুলো অসম্ভব মনে হতো সেই স্বপ্নগুলো আজ বাস্তবে রূপ নিয়েছে।আপনি শেষ কবে এমন কোনো স্বপ্ন দেখেছেন যা আপনাকে রাতে ঘুমাতে দেয়নি?
"এই দেশে থেকে কিছু হবে না" এ কথা আজ সবার মুখে মুখে যেন আঠার মতো লেগে গেছে।আসলে সত্যি কথা এটা।কেন জানেন?কারণ এদেশ তো আপনার মতো মানুষ দিয়েই ভরা।আমাদের স্বপ্ন যতক্ষণ পর্যন্ত বদলাবে না ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন বদলাবে না।হয়ত আমাদের থেকে অলস আর কোথাও নেই।আমাদের থেকে ভীতু আর কোথাও নেই।আমাদের তো স্বপ্ন দেখতেও কষ্ট হয়।আমাদের নতুন কিছু করতেও বড্ড ভয় লাগে।
আমাদের স্বপ্ন যতক্ষণ পর্যন্ত বড় হবে না ততক্ষণ পর্যন্ত আমরা বড় কিছু করতে পারবো না।একদল লোক এখন বলবে স্বপ্ন দেখলেই কী সব হয়ে যাবে?তাহলে প্রশ্নের উত্তরের বদলে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই। "স্বপ্নই যদি না দেখি তাহলে নতুন কিছু শুরু হবে কীভাবে?"