সহ্য-সীমার বাঁধ ভেঙেছে

ফাহাদ হাসান ফাহু

শিরায় শিরায় রক্তকণা

কাঁদে,আমায় মুক্তি দাও।

বিবেক আমার বন্দিশালা

ভাঙবো,আমায় শক্তি দাও।

ক্ষণে ক্ষণে বলি প্রভু

রঙ্গ করে চলি তবু।

সদা যবে অন্যায়ে

দিয়ে যায় ডাক।

মন তবে "না" বলে

জুড়ে দেয় হাক।

হই সবে প্রতিবাদী

আমি ব্যাটা হাবু।

আপ্লূত-আবেগে

আমি সদা কাবু।